Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় ,খাগড়াছড়ি :খাগড়াছড়ির রামগড়ে ‘ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল ২০২২) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাউন হলে আলোচনা সভা ও পরে তথ্য অফিসের আয়োজনে বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা।

উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র রফিকুল আলম কামাল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, তথ্য অফিসার বেলায়েত হোসেন। এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার, উপজেলা প্রকৌশলী নাইমুল ইসলাম, রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদারসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button