Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় (খাগড়াছড়ি) : “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতাল বিশ্ব” প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়ির রামগড়ে আর্ন্তজাতিক নারী দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে রামগড় উপজেলা টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য আপা শাপলা আক্তার এর সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, রামগড় থানা উপ-পরিদর্শক অজয় চক্রবর্তী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, কৃষি সম্পসারন কর্মকর্তা রাশেদ চৌধুরী, সহকারি তথ্য অফিসার বেলায়েত হোসেন সহ প্রমুখ।
এসময় সরকারী পদস্থ কর্মকর্তা, নারী উন্নয়নমূলক সংগঠনের সদস্যরাসহ স্থানিয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।