রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা
চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড়, খাগড়াছড়ি : জেলার রামগড়ের দক্ষিণ লামকুপাড়ায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
৯ই আগষ্ট ২০২২ মঙ্গলবার বিকালে রামগড় ইউনিয়নের দক্ষিণ লামকুপাড়া খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইজারা গ্রহণ ব্যতিত ও কালবার্টের ১ কিলোমিটারের মধ্যে অবৈধ ভাবে খাল থেকে বালু উত্তোলন করায় বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ প্রমানিত হওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।