Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ের দুর্গম এলাকায় ৪৩ বিজিবি-র চিকিৎসা সেবা প্রদান

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন কর্তৃক উপজেলার দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

১১জুন ২০২৩ রবিবার  সকাল ৯টা থেকে উপজেলার দাতারাম পাড়া ও যৌথ খামার এলাকায় বসবাসরত ১৭৭ জন দুস্থ্য পাহাড়ী ও বাঙ্গালীদ জনগোষ্ঠিদের মাঝে রামগড় জোন (৪৩ বিজিবি)র ব্যবস্থাপনায় ২জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিনামূল্যে চিকিৎসেবা প্রদান এবং ঔষধ বিতরণ করেছে বিজিবি।

 

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রামগড় জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা গ্রহিতাদের খোঁজ খবর নেন।

এ সময় তিনি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন (৪৩বিজিবি) কর্তৃক অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা মূলক কাজে সব সময় জনগণের পাশে থাকবে বিজিবি।

Related Articles

Back to top button