Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে মাদক ব্যবসায়ী আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি  :
জেলার রামগড়ে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

 

৩ নভেম্বর ২০২৪,রবিবার দিবাগত রাতে রামগড় পৌরসভার ডেবারপাড় পার্ক রাস্তার উপর থেকে মো. শাহাবুদ্দিন (৪২) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌধুরীপাড়া গ্রামের মো: শাহজাহান মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিকে সোমবার খাগড়াছড়ি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Back to top button