Breakingখাগড়াছড়িখেলাধুলাপার্বত্য অঞ্চলসারাদেশ

রামগড়ে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মাস ব্যাপী “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালের দিকে জাতীয়তাবাদী ফোরাম রামগড় উপজেলা শাখার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

 

উদ্বোধনী খেলায় কবির হাট নোয়াখালী ক্লাব বনাম একতা সংসদ বল্টুরাম এর মধ্যে খেলায় কবিরহাট নোয়াখালী ১ গোলে বিজয়ী হয়। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করছে। প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন সুদৃড় উঠে।

 

ঐতিহাসিক রামগড়ের এই মাঠটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সূচিত হয়। মাঠটি দেশজুড়ে খেলাধুলার জন্যে বিখ্যাত ছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনএম আফসার, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তা সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button