Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিশীর্ষ সংবাদসারাদেশ

রাত পোহালেই ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,ফটিকছড়ি ,চট্টগ্রাম :
১৬ই মার্চ  বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে নেমেছে বিজিবি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সমগ্র পৌর এলাকা।ইতিমধ্যে ভোট কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম মেশিন সহ ভোটের প্রয়োজনীয় সরঞ্জামাদি।

 

১৫ মার্চ ২০২৩ বুধবার সকাল থেকে নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে বিজিবি। প্রতিটি ভোট কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনের পাশাপাশি কেন্দ্র গুলোতে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়াও তিন প্লাটুন বিজিবি সহ র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে বলে নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার রিটার্নিং অফিসার ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: তারিফুজ্জান।

 

নির্বাচনে মোট ভোট কেন্দ্র ২২ টি। ভোটার সংখ্যা ৪৮ হাজার ৩ শত ৩৮ জন। তন্মধ্যে পুরুষ ভোট ২৫ হাজার ৬ শত ২৫ ও মহিলা ভোটার ২২ হাজার ৭ শত ১৩ জন।

এবারের নির্বাচনে মোট ৫৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তন্মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী নির্বাচনে লড়ে যাচ্ছেন।

Related Articles

Back to top button