Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

রাতের আধারে শীতার্তদের কম্বল দিলেন রামগড় বিজিবি জোন

চেঙ্গী দর্পন প্রতিবেদক , রামগড় , খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান তিব্র পাহাড়ী শীত উপেক্ষা করে মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।

 

শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) রাতে রামগড় জোনের ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন আওতাধীন উপজেলার দুর্ঘম সোনাই আগা, যৌথ খামার, আতারাম পাড়া, লামকু পাড়া এলাকায় বসবাসরত পাহাড়ী ও বাঙ্গালী মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং শীতার্তদের মাঝে ২৫০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

 

জোন অধিনায়ক লে: কর্ণেল মো: হাফিজুর রহমান জানান, দুর্ঘম এসব পাহাড়ী এলাকার জনগোষ্ঠিরা সাধারণত গরীর কিন্তু শীতের তিব্রতা এসব এলাকায় বেশি তাই মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যাটালিয়ন তাদের পাশে দাড়িয়েছে যা ভবিষ্যতেও অব্যহত থাকবে।

 

জোন সূত্র জানায়, বিজয়ের মাস ডিসেম্বরে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত আরো ১ হাজার শীতার্ত পাহাড়ী এবং বাঙ্গালী পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

 

এসময় জোন সহকারী পরিচালক রাজু আহাম্মদ সহ জোন পদস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button