রাঙ্গামাটির রাজবন বিহারে বনভান্তের ১০৪ তম জন্মদিন উদযাপিত
স্টাফ রিপোর্টার ,রাঙ্গামাটি :
রাঙ্গামাটির রাজবন বিহারে জাঁকজমক ভাবে বৌদ্ধসাধক আর্য্য পুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৮ জানুয়ারী ২০২৩ রবিবার ভোরে কেক কেটে ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সূচনা করা হয় দিনব্যাপী নানা কর্মসূচীর। মহতী পূণ্যানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ। বিহারে সংরক্ষিত বনভান্তের পবিত্র দেহধাতুতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভিক্ষুসংঘ সহ হাজারও বৌদ্ধ পুণ্যার্থী।
মোমবাতি প্রজ্জলন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ড দান, পুষ্পাঞ্জলি উৎসর্গ, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দানসহ নানাবিধ দানোৎসর্গ করা হয়।
সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ধর্মদেশনা প্রদান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির প্রমূখ।
অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান সহ বিশিষ্ট জনেরা।
উল্লেখ্য, বৌদ্ধ সাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটির মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৪ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে পরিনির্বাণ লাভ করেন।