Breakingঅপরাধচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিশীর্ষ সংবাদসারাদেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সেনা অভিযানে অস্ত্রসহ উপজাতী সন্ত্রাসী আটক

চেঙ্গী দর্পন , স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি : জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের হরিনছড়া মুখ এলাকা হতে বাংলাদেশ সেনাবাহিনী ৭ আর ই ব্যাটালিয়ন এবংথানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ ি উপজাতিয় এক সন্ত্রাসীকে আটক করেছে বলে জানা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১ মে ২০২২ ) ভোর সাড়ে ৫টার দিকে ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় হরিণছড়া এলাকা হতে অস্ত্র ও সরঞ্জামাদী সহ এই সন্ত্রাসীকে আটক করে। আটককৃত বিমল চাকমা (২২) উপজাতীয় আঞ্চলিক সংগঠন জেএসএস (মূল) এর সদস্য বলে জানায়।

এ সময় তার কাছ থেকে ১টি অটোমেটিকস (এসএমজি), ১টি ম্যাগাজিন, ১টি দেশিয় বন্দুক, ১৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি রামদা, ১টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ১টি ব্যাগ এবং নগদ ৭ শ ৫৭ টাকা উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, রবিবার ভোরে অভিযানে তাকে তাঁর বাড়ী হতে অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তি ঐ এলাকার মহিসুর চাকমার ছেলে। বিমল চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র কর্মী। সে নাশকতা চালিয়ে যাচ্ছিলো সংবাদে আটক করা হয়।

এই ঘটনায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান বাদী হয়ে রবিবার (১ মে ২০২২ ) সকালে আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে। আসামীকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

সেনাবাহিনীর সুত্রে জানা যায়, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button