রাঙামাটিতে ইয়াবা সহ আটক -১
চেঙ্গী দর্পন ,স্টাফ রিপোর্টার, রাঙামাটি : রাঙামাটি শহরের ফিসারী ঘাট এলাকা থেকে পোনে এক হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারীকে আটক করেছে। তার নাম মো. আব্দুল শুক্কুর (৪১), সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার নবগ্রাম খন্দকার পাড়ার মো. ইব্রাহিমের পুত্র।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এস আই অরুপ তালুকদার ও মো. মোহসীন’র নেতৃত্বে রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের একটি অভিযানিক দল শহরের ফিসারী ঘাট এলাকার হোটেল মেহেদীর সামনের রাস্তা থেকে বৃহস্পতিবার রাতে ৭’শ ৪৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে। তার দেহ তল্লাশী চালিয়ে এই সব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাদক বেপারীর অপর সহযোগী আঞ্জু মিয়া(৪০) কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়তে সক্ষম হয়। পালিয়ে যাওয়া আঞ্জু মিয়াও রাঙ্গুনীয়ার বাসিন্দা বলে পুলিশ অবগত হয়েছে। এ সংক্রান্তে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়। আটক ব্যক্তিকে শুক্রবার আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরণ করেন। এটি চলতি বছরের সবচেয়ে বড় মাদকের চালান আটকের ঘটনা।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।