Breakingপার্বত্য অঞ্চলসারাদেশ

মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সেলিম হোসেন , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মোহাম্মদপুর আদর্শ যুব সংঘের উদ্যোগ প্রাথমিক বিদ্যালয় মাঠে তাফসীরুল কোরআন মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

৪ জানুয়ারি ২০২৫, শনিবার বাদ আসর থেকে রাত পর্যন্ত মাওলানা মোঃ আবুল খায়ের’র সভাপতিত্বে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন হযরত মাওলানা মোল্লা নাজমুল হাসান (চেয়ারম্যান, রিয়াদুস সুন্নাহ রিসার্চ সেন্টার ও জাতীয় পরিষদ সদস্য, মাজলিসুল মোফাসসিরীন বাংলাদেশ), হযরত মাওলানা এম মাহবুবুর রহমান (খতিব, ইদগাহ মুন্সিপাড়া জামে মসজিদ, হালিশহর চট্টগ্রাম) সহ স্থানীয় ওলামায়ে কেরামগন।

 

 

মাহফিলে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মানব সমাজের কল্যাণে ইসলামের সঠিক পথে চলার কথা আলোচনা করেন। একই সাথে যুব সমাজের নানা অবক্ষয় থেকে মুক্তি পেতে ধর্মীয় অনুশাসন ও নিয়মনীতি মেনে চলার দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

উক্ত মাহফিলে বিশেষ মেহমান হিসাবে পানছড়ি উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পানছড়ি উপজেলা সভাপতি মোঃ আবু বক্কর, সহ স্থানীয় উলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।

 

তাফসীরুল কোরআন মাহফিলে বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম প্রিয় হাজারো ধর্মপ্রান মুসুল্লী বাংলাদেশের আপামর মানুষের কল্যান ও শান্তি , বিশ্ব শান্তি কামনা করে মোনাজাতে অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button