মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নারী নিহত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, থানচি ,বান্দরবান :
বান্দরবানে থানচি উপজেলা সদরে বিজিবি ক্যাম্পে সম্মূখে সড়কের বেপরোয়া চলন্ত মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। স্থানীয়রা মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করে থানায় সোপর্দ করে।
১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা উপজেলা সদরের বিজিবি বিওপি ক্যাম্পের সম্মূখে এ ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ নারী স্থানীয় ফজল্যা পাড়া প্রধান ফজল করিমের সহধর্মীনি সানোয়ারা হোসেন (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল চালক মাতাল অবস্থায় গাড়ি চালানোর সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ছেনোয়ারা বেগমকে ধাক্কা দিলে মহিলা ঘটনাস্থলে পড়ে যান । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্মরত ডাক্তার বৃদ্ধা মহিলাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডা: মেহেরাব আল রহমান আরএমও জানান সানোয়ারা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মোটর সাইকেল চালক সহ দুইজন আরোহী নিয়ে থানছি তমা তুঙ্গী থেকে বাজারে আসার পথে বিজিবি ক্যাম্পের সামনে অন্ধকার থাকায় এক মহিলাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে মারা যায়। ঘটনাস্থল থেকে মোটসাইকেল ও মোটরসাইকেল চালকসহ দুই আরোহীকে আটক করে থানার হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের কেউই অভিযোগ করতে আসেননি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে ।