Breakingশীর্ষ সংবাদসারাদেশ

মেঘনায় নিখোঁজ কিশোরী পটুয়াখালী থেকে উদ্ধার

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মেঘনা ,কুমিল্লা  :  কুমিল্লা মেঘনায় নিখোঁজ হওয়া একজন কিশোরীকে সংবাদ প্রাপ্তির ৩৬ ঘন্টার মধ্যে পটুয়াখালী জেলার পতিতালয় থেকে উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ।

ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২২ইং বিকাল বেলা হইতে একজন কিশোরী (১৮) (ছদ্মনাম), তাহার নিজ বাড়ি হইতে নিখোঁজ হয়ে যায়। কিশোরীর বাবা সকল আত্মীয়-স্বজন এবং সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ৪ ডিসেম্বর ২০২২ইং মেঘনা থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। পরে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি অতীব গুরত্বের সাথে আমলে নিয়ে এসআই মোঃ মোশাররফ হোসেনকে তদন্তভার অর্পন করেন।

এসআই মোশাররফের তদন্তে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানা যায়, কিশোরী তাহার গ্রামে কাজ করতে আসা এক রাজমিস্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বাড়ি থেকে পালিয়ে গিয়ে পটুয়াখালী জেলায় অবস্থান করছে। পরে ওসির নির্দেশে এসআই মোশাররফ এর নেতৃত্বে একটি টিম পটুয়াখালী জেলায় গিয়ে সার্বিক তদন্ত, বিশ্বস্ত সোর্স এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারেন। কিশোরী (ছদ্মনাম)’কে তার প্রেমিক পটুয়াখালীর একটি পতিতালয়ে বিক্রি করে দিয়েছে এবং সে ওখানেই আছে। তাৎক্ষণিক পটুয়াখালী থানার সহায়তায় কিশোরীকে উদ্ধার করে মেঘনা থানায় নিয়ে আসা হয় এবং তার পিতা মাতার কাছে বুঝিয়ে দেয়া হয়।

 

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বলেন, আমি বিষয়টি অতীব গুরত্বের সাথে আমলে নেই, বিষয়টি উদ্ধার পর্যন্ত শেষ হয়ে যেতে পারত কিন্তু আমি কিশোরীর সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে দেবার প্রচেষ্টা হিসেবে তার পিতা-মাতার সাথে আলোচনা করে একজন চাকরিজীবী যুবকের স্ব-ইচ্ছায় কিশোরীর সাথে ওই যুবকের বিয়ের ব্যবস্থাও করে দেই। কিশোরীর ওই প্রতারক প্রেমিককে সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

Related Articles

Back to top button