Breakingরাজনীতিসারাদেশ

মুন্সীগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট শেখ সিরাজের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

 

বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা পরিষদ সংলগ্ন একটি মার্কেটে সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি বলেন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীনগর বালাসুরে গণসংযোগে গিয়ে মসজিদের অজুখানা পা পিছলে পড়ে আমার ডান হাত ভেঙে যায় ও মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হই। বর্তমানে আমি খুবই অসুস্থ, জরুরি চিকিৎসা নিতে যাবো, নির্বাচনে স্ব শরিরে উপস্থিত থাকতে পারছি না। আমার দুই উপজেলা শ্রীনগর ও সিরাজদিখানের নেতা কর্মীরা মাঠে থাকবেন। আমার পোলিং এজেন্ট থাক বা না থাক, জনগণ যাতে আমাকে ভোট দিতে যায় এবং যোগ্য প্রার্থী নির্বাচিত করেন। আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি।

 

শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. জয়নাল আবেদীন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম কাদের, কেন্দ্রীয় সদস্য এডভোকেট ইকবাল হোসেন, মুন্সীগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি এমদাদুল হক পলাশ, শ্রীনগর উপজেলা সভাপতি শেখ মো. মুজাহিদ, সিরাজদিখান উপজেলা সভাপতি হাকিম হাওলাদার প্রমুখ

Related Articles

Back to top button