Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে ২ যুবলীগ কর্মীর উপর হামলা ; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম  :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমলদহ এলাকায় মুখোশ পরে ২ যুবলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে একদল দৃর্বৃত্ত। এই সময় দৃর্বৃত্তরা ১টি মোটরসাইকেল ভাংচুর করে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

 

২০ জুলাই ২০২৩ ,বৃহস্পতিবার বিকালে উপজেলার ওয়াহেদ পুর ইউনিয়নের কমলদহ এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন ওয়াহেদ পুর ইউনিয়ন যুবলীগ কর্মী মামুন (২০) ও সজিব (১৯)। এ সময় ঢাকা মুখী অংশে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করে।

 

উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু বলেন, বৃহস্পতিবার বিকালে মামুন ও সজিব নিজাম পুর বাজারে যাচ্ছিলো। কমলদহ এলাকায় গেলে তাদের ব্যবহৃত মোটর সাইকেলের তেল শেষ হয়ে যায়। তখন তারা এটি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো। তখন চট্টগ্রামের দিক থেকে দুটি মাইক্রোবাস (হাইচ গাড়ি) এসে ওইখানে দাড়াঁয়। গাড়ি থেকে লোকজন নেমে তাদের তাদের উপর হামলা করে এবং মোটরসাইকেল ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। এসময় তারা তাদের লক্ষ করে কয়েকটি রকেট ল্যাঞ্চার নিক্ষেপ করেন এবং তারা মহাসড়কে দাঁড়িয়ে ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ এ শ্লোগানে একটা মিছিল করে।

 

তিনি আরো বলেন, যুবলীগ কর্মীদের উপর হামলা ও মোটর সাইকেলে অগ্নি সংযোগের ঘটনায় বিকেলে কমলদহ বাজারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

 

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোটর সাইকেলটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। দূর্বৃত্তরা মোটর সাইকেলে অগ্নিসংযোগের পাশাপাশি ৪ থেকে ৫ টি রকেট ল্যাঞ্চার নিক্ষেপ করে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button