মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত
মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় ফায়জাতুন নুর ফাবিহা (৯) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২২ বুধবার দুপুর দেড়টায় উপজেলার খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের ঢাকামুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাবিহা সাহেরখালী ইউনিয়নের শেখ আলী পন্ডিত বাড়ির নুরুল করিম দুলালের দ্বিতীয় মেয়ে। সে খৈয়াছরা ইউনিয়নে পশ্চিম পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী সেখানেই নানার বাড়ী থেকে পড়ালেখা করতো।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. জিয়া বলেন, বুধবার দুপুরে আমি চট্টগ্রাম শহর থেকে সিডিএম বাসে করে আসছিলাম। প্রাইভেটকারটি আমাদের সামনে ছিলো। মেয়েটি রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় দ্রুতগতির প্রাইভেটকারের সাথে ধাক্কা খেয়ে ১৫ থেকে ২০ হাত দূরে গিয়ে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনা স্থলে মারা যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসি। তবে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।
ফাবিহার বড় বোন ফাতেহা বলেন, আমি মিরসরাই পৌর সদরের মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করি। বিজয় দিবস উপলক্ষে আমাদের স্কুলে স্কাউটের প্রস্তুতি অনুষ্ঠান ছিলো। যাওয়ার পথে আমি ফাবিহাকে নিয়ে গিয়েছিলাম। আমার আসতে দেরী হবে বলে তাকে একটি সেইফলাইনে তুলে দিয়েছিলাম। পরবর্তীতে খবর পাই রাস্তা পার হওয়ার সময় আমার ছোট বোন প্রাইভেট কারের ধাক্কায় মারা গেছে।
পশ্চিম পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল গণি বলেন, আজকে আমাদের স্কুলে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলে। অনুষ্ঠান শেষে স্কুল সাড়ে ১২ টার দিকে ছুটি হয়ে যায়। পরবর্তীতে জানতে পারি ফাবিহা আজ স্কুল আসেনি। সে তার বড়বোনের স্কুলে গিয়েছিলো। ফাবিহা ছাত্রী হিসেবে ভালো ছিলো।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, প্রাইভেট কারের ধাক্কায় স্কুল ছাত্রী নিহত হওয়ার বিষয়টি আমি অবগত নই। আমি খোঁজ নিয়ে দেখবো।