Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাশীর্ষ সংবাদসারাদেশ

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম  : মিরসরাইয়ে পানিতে ডুবে মো. আরিফ হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

৫ নভেম্বর ২০২২ শনিবার দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু সাহের খালী ইউনিয়নের ডোমখালী গ্রামের কোরবান আলী মুন্সি বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেনের কনিষ্ট পুত্র। আনোয়ার বিগত কয়েক বছর স্ত্রী-সন্তান নিয়ে সৈদালী এলাকায় শশুর বাড়িতে থাকতো।

মায়ানী ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াছিন উল্লাহ বলেন, শনিবার দুপুরে শিশু আরিফের মা বাড়ির পুকুর ঘাটে মাছ ধৌত করতে যান। এ সময় সন্তান আরিফও মায়ের সাথে পুকুর ঘাটে চলে যান। মা কাজ শেষে ঘরে আসার সময় ছেলেকেও নিয়ে আসেন। আবার মায়ের চোখে ফাঁকি দিয়ে পুকর ঘাটে চলে যায়। পরে আরিফকে না দেখে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে নিথর দেহ ভাসতে দেখা যায়। বাড়ির লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আনোয়ারের তিন ছেলের মধ্যে আরিফ তৃতীয়।

 

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ইশান বলেন, পানিতে ডুবে যাওয়া এক শিশু শনিবার দুপুরে হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটি মারা যায়।

মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী সৈদালী এলাকায় পানিতে ডুবে শিশু মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button