Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম  :
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে তানিশা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

১৫ অক্টোবর ২০২৩ রবিবার দুপুরে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে।

 

জানা গেছে, রোববার দুপুরে তানিশার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার চোখে ফাঁকি দিয়ে সে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে। পরে উদ্ধার করে বারইয়ার হাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

করেরহাট ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন ফারুক বলেন, আমার ওয়ার্ডের শহিদুল ইসলাম ফারুকের ছোট মেয়ে রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। একই দিন বাদ আসর জানাযা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

 

করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বজয়পুর গ্রামের ফারুকের ছোট শিশুটি পানিতে ডুবে যাওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। তিনি সকল অভিভাবককে বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকার অনুরোধ করেন।

Related Articles

Back to top button