Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
বৌদ্ধদের অন্যতম জাতীয় ও ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩) সকালে দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের উদ্যোগে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাথেরো।

 

রাউজান বিমলানন্দ বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথেরো’র সভাপতিত্বে প্রথম পর্বে প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন পাথরঘাটা মহাবোধি বিহার ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত দেবমিত্র মহাথেরো। সেবা কমিটির আহŸায়ক এ্যাডভোকেট শান্তি বিকাশ বড়–য়া ও সাধারণ সম্পাদক প্রভাষক বাবলু বড়–য়ার যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরতœ মহাথেরো, পান্থশালা সার্বজনীন শ্মশান বিহারের অধ্যক্ষ ভদন্ত সুভদ্রজ্যোতি থেরো, মায়ানী দক্ষিণ পাড়া মহাশ্মশান ভাবনা কেন্দ্রের পরিচালক বিদর্শন আচার্য আশিন বুদ্ধরক্ষিত ভিক্ষু, চট্টগ্রাম-মিরসরাই-সীতাকুন্ড বৌদ্ধ ভিক্ষু সমিতির সহ-সভাপতি সত্যজিত থেরো, সহ-প্রচার সম্পাদক ভদন্ত শাক্যজ্যোতি ভিক্ষু, হালিশহর নৈরঞ্জনা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের আবাসিক ভদন্ত শীলরতœ থেরো। দ্বিতীয় পবের্র অনুষ্ঠান উদ্বোধন করেন দমদমা-নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ^নাগরিক ড. ধর্মকীর্তি মহাথেরো।

 

রামগড় মহামুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত উ শোভনা মহাথেরো’র সভাপতিত্বে প্রধান জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’র সহ-সভাপতি ভদন্ত বিনয়পাল মহাথেরো। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউ.এস.টি.সি’র সহকারী অধ্যাপক (অবঃ) ডা. সমর বড়ুয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ বড়–য়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শীলজ্যোতি মহাথেরো, পাঁচুরিয়া ভাবনা কুটিরের বিদর্শন আচার্য আশিন জিনানন্দ থেরো, মধ্যম বিনাজুরী মিলনারাম বিহারের আবাসিক ভদন্ত জয়পাল ভিক্ষু, চট্টগ্রাম-মিরসরাই-সীতাকুন্ড বৌদ্ধ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত দেবকীর্তি ভিক্ষু।

 

কঠিন চীবন দানোৎসব উপলক্ষে সন্ধ্যায় ফানুস উত্তোলন ও আতশবাজী উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

Related Articles

Back to top button