Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে এক লাখ গাছের চারা বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম :
গাছ লাগাই পরিবেশ বাঁচাই, সবুজে সাজাই মিরসরাই শ্লোগানে মিরসরাইয়ে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষযক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপস্থিত ছিলেন। বিতরণকৃত চারার মধ্যে ছিল আম, জাম, জাম্বুরা, কাঁঠাল, লিচু, আমড়া, পেয়ারা, মাল্টা, চাপালিশ, অর্জুন, বাদাম, নিম সহ বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এ সময় উপজেলার ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান রুহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান প্রমুখ।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমাদের ভবিষৎ প্রজন্মকে নিরাপদ রাখতে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। তাই চট্টগ্রাম জেলা প্রশাসক ২৩ লাখ চারা লাগানোর যেন উদ্যোগ নিয়েছে আমি তাকে স্বাগত জানাই। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় ও দুর্বার প্রগতি সংগঠন।

Related Articles

Back to top button