Breakingচট্টগ্রাম অঞ্চলরাজনীতিসারাদেশ

মিরসরাইয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
বিএনপি-জামায়াতের সন্ত্রাস নৈরাজ্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

৬ নভেম্বর ২০২৩ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মাহবুব রহমান রুহেল। আলোচনা সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মিছিল বের করা হয়।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, ‘স্বাধীনতার ৫২ বছরের মধ্যে আওয়ামীলীগ নেতৃত্বাধীন শেখ হাসিনার বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি উন্নয়ন সাধিত হয়েছে। অথচ বিএনপি জামায়াত দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। হরতাল-অবরোধ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়নের পথে থাকবে নাকি বিএনপির টেক ব্যাক বাংলাদেশ নামে পিছনে ফিরে যাবে।

শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সদস্য ফেরদৌস হোসেন আরিফ, মির সরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মনছুর, শাখাওয়াত উল্লাহ রিপন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুদ্দীন চৌধুরী রূপম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মামুন উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম ফাহিমুল হুদা প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক প্রদীপ রঞ্জন চক্রবর্তী, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটু, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো.ফরহাদ হোসাইন সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Related Articles

Back to top button