Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ডফাইনাল সম্পন্ন

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম  :
মিরসরাইয়ে শহীদ মুজাহিদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ডফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

 

৩ জানুয়ারি ২০২৫ শুক্রবার বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় মোটবাড়িয়া ফুটবল একাদশকে হারিয়ে আবুনগর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। গত ২৫ ডিসেম্বর শুরু হওয়া টুর্নামেন্টেটিতে ১২ টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হলে ট্রাইবেকারে গড়ায় খেলাটি। ট্রাইবেকারে ১ গোলে জয়ি হয় আবু নগর ফুটবল একাদশ।

 

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামি-র আমির মাওলানা নুরুল কবির, পৌর আমীর মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন, মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, উত্তর জেলা ছাত্রশিবির সভাপতি মাঈনুদ্দিন রায়হান প্রমুখ।

Related Articles

Back to top button