Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই , চট্টগ্রাম  :
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী।

 

১৩ মে ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া গ্রামের আমতলী এলাকার মতিউর রহমান কামলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. ফিরোজ হোসেন (৩২) নামে ওই বাড়ির মো. শোকর হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী মো. আরিফ জানান, বাড়িতে মোটরের পানি উঠানোর সময় বৈদ্যুতিক লাইনে লিকেজ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয় ফিরোজ। পরে তার স্ত্রী ফিরোজকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রী তারজিনকে প্রাথমিক চিকিৎসা দেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার রাজু সিংহ জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ফিরোজ নামের একজনকে হাসপাতালে আনেন স্বজনরা। হাসপাতালে আনার আগে তিনি মারা যান। এ সময় তার স্ত্রীকে আহত অবস্থায় আনা হয়।তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর খবর পায়নি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button