মিরসরাইয়ে বিএনপির বিজয় সমাবেশ অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
মহান বিজয় দিবস উপলক্ষে মিরসরাইয়ে বিএনপির বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাই উপজেলার স্থানীয় বড়তাকিয়া বাজারে আঞ্চলিক সড়কে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন ৷
নুরুল আমিন আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট বার্তা দলের নাম ভাঙিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, চাঁদাবাজি করছে দলে তাদের স্থান হবে না ৷ সামনে সময় খারাপ আসছে৷ দল কখনো এসবের দায়িত্ব নিবে না ৷ শেখ হাসিনা সরকার বিএনপির উপর স্ট্রিম রোলার চালিয়েছে তবুও দমাতে পারেনি৷ শহীদ জিয়া এমন দল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী চেতনা থেকে এদেশের মানুষকে বিচ্ছিন্ন করতে পারে নাই৷ মানুষের মতামতের ভিত্তিতে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ জনগণের পূর্ণ সমথর্ন নিয়েই বিএনপি ক্ষমতায় যাবে৷ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিএনপি৷ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে আধুনিক বাংলাদেশ গঠন করা হবে।
এসময় খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবদুর রহিম ও গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সদস্য আবদুল আওয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, জসিম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নুরুল আবছার,বীর মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক অধ্যাপক আতিকুল ইসলাম লতিফী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহেদুল আফসার ভূঁইয়া জুয়েল, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য সচিব মুহাম্মদ ফরহাদ হোসেন প্রমুখ ৷
আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷