
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মিরসরাই ,চট্টগ্রাম :
চট্টগ্রামের মিরসরাইয়ে চোরাইকৃত দুটি প্রবোক্স গাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ৷ এ সময় আমজাদ হোসেন পিন্টু (৩৪) নামের একজনকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।
২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার বিষয়টি নিশ্চিত করে থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। এর আগে, পুলিশ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুম ইউনিয়নের মধ্যম নাহেরপুর এলাকার এরাদুল হক মিস্ত্রীর বাড়ি থেকে গাড়ি দুটি উদ্ধার করে৷ এছাড়াও চুরিতে সম্পৃক্ত আরও দুই আসামি পালিয়ে যায়।
আটককৃত আমজাদ উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
উদ্ধারকৃত গাড়ি দুটির সাদা রঙের৷একটির রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-গ-১৪-৭২১৮, চেসিস নং- NCP-50-0028738৷ অন্যটি রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-গ-২১-৭২২১, ইঞ্জিন নং – INZ-C088990, চেসিস নং – NZE121-3362188।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, দীর্ঘদিন ধুম ইউনিয়নের এরাদুল হক মেস্ত্রী বাড়িতে দুটি অজ্ঞাত গাড়ি পড়ে আছে। এমন সংবাদ পেলে পুলিশের টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় একজনকে আটক করা হলেও অভিযুক্ত আরও দুজন পালিয়ে যায়।আটককৃত আসামিকে শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।