Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মা হওয়ার দু‘ঘন্টার মাঝেই বোর্ড পরীক্ষায় অংশগ্রহন

চেঙ্গী দর্পন,স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :মানুষের জন্ম মৃত্যু বিধাতার ইচ্ছা । তা কেহ আটকাতে পারে না। আজ মায়ের পরীক্ষা আছে, কিন্তু গর্বের সন্তান তা বুঝে নাই। তাইতো সে মায়ের পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই পৃথিবীতে চলে এসেছে। এমন ঘটনা খাগড়াছড়ির দীঘিনালার এস এস সি পরীক্ষার্থী এক মায়ের। প্রসব ব্যাথা নিয়ে রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন ফাতেমা আক্তার (১৮)। ১৫ নভেম্বর (সোমবার) সকাল ৮টায় মেয়ে সন্তানের জন্ম দেন তিনি। অপর দিকে তার এসএসসি বোর্ড পরীক্ষা। তাই সকাল ১০ টায় সন্তানকে খালার কাছে রেখে এসে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ফাতেমা। তিনি মানবিক শাখার একজন ছাত্রী।

ফাতেমা আক্তার বলেন, ‘সকালে জন্ম নেওয়া সন্তানকে বাড়িতে আমার খালার কাছে রেখে এসে পরীক্ষা দিয়ে এসেছি। আমি সবার মতো স্বাভাবিক ভাবেই পরীক্ষা দিয়েছি।এতে আমার কোন সমস্যা হয়নি। আমি ও আমার সন্তান দু’জনেই আল্লাহ পাকের রহমতে সুস্থ আছি।

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ বলেন, ‘ সন্তান জন্ম দিয়ে দুই ঘন্টা পর পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি আমি অবগত নই। পরীক্ষার্থীর অবিভাবকরাও এ বিষয়ে কিছুই জানায়নি।

উল্লেখ্য, এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে মানবিক বিভাগে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৬৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Related Articles

Back to top button