Breakingঅপরাধসারাদেশ

মায়ের বকুনিতে ২ কিশোরীর আত্মহত্যা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মা বকা দেওয়ায় অভিমান করে দুই কিশোরী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

 

২৮ জানুয়ারী ২০২৪ রোববার দুপুরে পৃথক দুটি ঘটনা ঘটে উপজেলার আব্দুল্লাহপুর ও পৌর শহরের বড়বাজার এলাকায়। নিহত দুই কিশোরী হলো শারমীন আক্তার (১৭) ও সুফিয়া (১৪) । শারমীন আব্দুল্লাহ পুর গ্রামের অটোরিকসা চালক ইউনুস মিয়ার মেয়ে ও সুফিয়া বড় বাজার এলাকার দিনমজুর সাগর মিয়ার মেয়ে।

 

 

নিহত শারমীনের পিতা ইউনুস মিয়া জানায়, সকালে তিনি অটোরিকসা নিয়ে বাড়ি থেকে বের হন। যে ঘরে অটোরিক্সা রাখতেন সেই ঘরে তার একমাত্র মেয়ে ঘুমাতেন। সকালের দিকে কলেজে যান না বলে তার মা তাকে বকা দেয়। দুপুরের দিকে তিনি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া শব্দ মেলেনি। পরে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে দেখেন তার মেয়ের দেহ তীরে ঝুলছে। নিথর দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শারমীন আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

 

এ দিকে, ঘরে রান্নার কাজ করতে অনিহা প্রকাশ করলে সুফিয়াকে তার মা বকা দেয়। মায়ের সাথে অভিমান করে সে ঘরের তীরের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দেয়। দুপুরের দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোঃ জহির উদ্দিন বলেন ,মৃত অবস্থায় দুই কিশোরীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা গলায় ফাঁস দিয়েই তারা আত্মহত্যা করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, পরিবার ও আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে মা বকাঝকা করায় দুই কিশোরী মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে ।

Related Articles

Back to top button