Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়ি ইংলিশ স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি  :
খাগড়াছড়ির মানিকছড়ি ইংলিশ স্কুল’র ১৪তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা রিজিয়নের সিন্দুক ছড়ি জোনের জোন কমান্ডার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি,জি।

 

অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার, উপজেলা যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম প্রমূখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের অধ্যক্ষ মো. গোলাম রসুল। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। পরে আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Related Articles

Back to top button