Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

মানিকছড়িতে সংসদ নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি ,খাগড়াছড়ি  :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।

 

২১ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া ।

 

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮ নং খাগড়াছড়ির রিটার্নিং কর্মকর্তা মো. সহিদ্দুজামান। এ সময় অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, মানিকছড়ি সার্কেল এএসপি মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা নাছরিন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী।

 

নির্বাচন প্রশিক্ষণ কর্মশালায় ২২জন প্রিজাইডিং কর্মকর্তা ও ১৩৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

একই দিন দুপুর আড়াইটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিনের উপস্থাপনায় মানিকছড়ি উপজেলায় জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. সহিদুজ্জামান।

Related Articles

Back to top button