খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে মাদরাসার স্বচ্ছলতায় সেনাবাহিনীর অনুদান

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি হাফিজিয়া মাদরাসার আর্থিক সহায়তায় অনুদান বিতরণ করেছেন গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের বাটনাতলী আর্মি ক্যাম্প কমান্ডার।

 

সিন্দুকছড়ি জোনের অধীনস্থ বাটনাতলী ক্যাম্পের আওতাধীন ডাইনছড়ি হাফিজীয়া মাদরাসায় অর্থসংকট নিরসনে মাদরাসা কর্তৃপক্ষ সম্প্রতি সিন্দুকছড়ি জোন কমান্ডারের নিকট মাদরাসার অভাব,অনটন তুলে ধরে সহায়তা চান। যার ফলে জোন কমান্ডার লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি নির্দেশে ৫ এপ্রিল শুক্রবার সকালে বাটনাতলী সেনা ক্যাম্প কমান্ডার লেঃ| মো. রাইয়ান ডাইনছড়ি হাফিজীয়া মাদ্রাসার পরিচালক মাও. মো. জাফর আহমেদের হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় মাদরাসার সহকারী শিক্ষকগণও উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button