Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
মানিকছড়িতে মাইক্রো সহ গাজা আটক
চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি থেকে বিশেষ কায়দায় মাইক্রোবাসে করে চট্টগ্রামে মাদকদ্রব্য গাঁজা আনার পথে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে মানিকছড়ি থানা পুলিশ।
১০ আগস্ট ২০২৩ ,বৃহস্পতিবার মধ্যরাতে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার তিনটহরী বাজারে চেক পোস্ট বসিয়ে ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীর ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
মানিক ছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমি নিজেই ফোর্স নিয়ে চেক পোস্ট বসিয়ে নোহা মাইক্রোবাসে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা সহ মুনারাম তনচংগা (৩৭) ও শচী কুমার চাকমাকে গ্রেফতার করতে সক্ষম হই।’ আসামীদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।