Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মানিকছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি ,খাগড়াছড়ি :
জেলার মানিকছড়ি উপজেলায় ২৮ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর ২০২২ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ণ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিউল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলার ২১জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও ৭ মৃত মুক্তিযোদ্ধা পরিবারের হাতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার মুক্তিযোদ্ধাগনের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সন্মানি বাড়িয়েছেন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করে দিয়েছে। দেশের উন্নয়নে যে কোন অন্যায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা অভিভাবক হিসেবে দায়িত্ব নিতে হবে।

Related Articles

Back to top button