খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি, খাগড়াছড়ি  :
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিবি)-র অর্থায়নে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২০ জন প্রশিক্ষিত নারীর পারিবারিক সচ্ছলতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

১ এপ্রিল ২০২৪, সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ২০ জন প্রশিক্ষিত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, এলাকার প্রশিক্ষিত অনেক নারী আর্থিক সচ্ছলতার অভাবে পরিবারে আয়ের উৎস বাড়াতে হিমশিম খাচ্ছে। তাই এসব নারীরা এখন সেলাই মেশিনের আয়ে পরিবারে সচ্ছলতা ফিরে আনতে সহায় হবে।

Related Articles

Back to top button