খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

মানিকছড়িতে পথচারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নিন্দা

মানিকছড়ি, খাগড়াছড়ি  প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গিরি মৈত্রী কলেজ সংলগ্ন চট্রগ্রাম- খাগগড়াছড়ি আঞ্চলিক সড়কের উপর মোটর সাইকেলের গতিরোধ করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টায় বাধা দিলে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

১৯ অক্টোবর ২৩ বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায় মোটরসাইকেল ছিনিয়ে নেয়ায় ব্যার্থহয়ে উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে যখম করে। আহত যুবক মানিকছড়ি উপজেলার মহামুনি দারুণ নাজাত মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক আব্দুল হালিম। তিনি লক্ষিছড়ি উপজেলার অলীউল্লার ১ম সন্তান।

 

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মোকতাদের হোসেন এমন ঘটনার তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এবং সেই সাথে এমন ঘটনার সাথে সম্পৃক্ত উপজাতি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য আইন-শৃংঙ্খলা বাহিনীকে সবিনয় অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Back to top button