Breakingঅপরাধখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

মানিকছড়িতে নিজ শয়নকক্ষে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

ছোট ভাই সহ তিন জন থানা হেফাজতে

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি :   জেলার মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন( ২৪) নামের এক প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় মৃতের ভাইসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মৃত কাতার প্রবাসী সাজ্জাদ হোসেন (২৪) মো. মাসুদ রানার ছেলে। আটককৃতরা হলো – মৃতরে ছোট ভাই মোস্তাফিজুর রহমান, আত্মীয় আবুবকর, প্রতিবেশী সিএনজি চালক পারুক হোসেন।

পুলিশ সূত্র জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় উপজেলাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের কালাপানি(সেমুতাং গ্যাসফিল্ড) এলাকার প্রবাসী মো.সাজ্জাদ হোসেন (২৪), পিতা. মাসুদ রানাকে কে বা কাহারা রাতের আধারে নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।

এ বিষয়ে থানার উপ পরিদর্শক মো. নাজমুল হাসান জানান, লাশ উদ্ধার করা হয়েছে, বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ সহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

এদিকে প্রবাসীর লাশ উদ্ধারকে ঘিরে জনপদে আতংক ও ঘটনার মূল রহস্য উদঘাটনের দাবী করছেন এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি ও জনপ্রতিনিধি বলেন, তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা খুন করেছে।

ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, ঘটনা রহস্যাবৃত । কারণ বাউন্ডারি ঘরে দুই ভাই রাত্রীযাপন করত। একভাই দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে জবাই করে হত্যা করা হয়েছে! বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

 

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। রহস্য উদঘাটনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানা হেফাজতে আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ সহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

Related Articles

Back to top button