Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

মানিকছড়িতে উপ-নির্বাচনে ৬ জনের মনোনয়নপত্র দাখিল

৯ মার্চ ভোট গ্রহন

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি ,খাগড়াছড়ি  :
জেলার মানিকছড়ি উপজেলার ৪ নম্বর তিনটহরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. মোশাররফ হোসেনের আকষ্মিক মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শুন্য ঘোষণা করা হয়। ১৪০৮ ভোটার আগামী ৯ মার্চ ভোট প্রদান করে ১জন প্রতিনিধি নির্বাচন করবেন।

 

জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৪ নির্বাচন কমিশন ওই শুন্য আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৩ ফেব্রুয়ারী ২০২৪ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুন্য আসনে ঘোষিত উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারী ২০২৪ । আপিল ১৬-১৮ ফেব্রুয়ারী। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারী। প্রার্থীতা প্রত্যাহার ২২ ফেব্রুয়ারী। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারী এবং ভোট গ্রহন ৯ মার্চ। ওই ওয়ার্ডে ভোটার ১৪০৮ জন।

 

মনোনয়নপত্র দাখিল করা ব্যক্তিরা হলেন, আশীষ কান্তি দাশ, মো. আবদুল মান্নান, মো. শহীদুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. আবদুল মতিন ও মো. ফারুক হোসেন।

Related Articles

Back to top button