চেঙ্গী দর্পন প্রতিবেদক, খাগড়াছড়ি : মো. শরাফত আলী নামে ৬০ বয়সী এক বৃদ্ধকে খুঁজছে তার পরিবার। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাংগা পৌরসভা এলাকার হাসপাতাল পাড়ার বাসিন্দা।
গত ৩ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। নিখোঁজ হবার ক’দিন আগ থেকে ঢাকায় যাওয়ার এবং প্রধানমন্ত্রীর সাথে দেখার করার জেদ করছিলেন স্বজনদের সাথে। এমনটাই জানিয়েছেন তার ছেলে আমীর হোসেন রানা। মাটিরাঙ্গাসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় এ ব্যাপারে মাটিরাঙ্গা থানায় জিডি করা হয়েছে। তিন সন্তানের জনক শরাফত আলীর কোন সন্ধান পেলে পরিবারের ‘০১৫৫৯-৭৮৫১৯৪’ অথবা ‘০১৮৬৭-৮২২৬৫৯’ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।