মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিরুদ্ধে দুদকের মামলা

চেঙ্গী দর্পন ,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের সহকর্মীর নামে দুর্নীতি দমন কমিশনে(দুদক) মিথ্যা অভিযোগ দায়ের করে তদন্তকারী সংস্থাকে হয়রানির অভিযোগে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (১৮নভেম্বর) বিকাল ৪টায় দুদকের সহকারী পরিচালক জিএম আহসানুল কবীর খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালতে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) দীপক কান্তি চাকমা গত বছরের ২৫ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনে একই কলেজের সহকারী অধ্যাপক(বাংলা) আবুল হোসেন পাটোয়ারীর নামে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, আবুল হোসেন পাটোয়ারী জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি গ্রহণ করে অনৈতিকভাবে সরকারি তহবিল থেকে ১০লাখ টাকা আত্মসাৎ করেছেন।
তদন্ত কর্মকর্তা জিএম আহসানুল কবিরের প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া না যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৮(গ) ধারায় অভিযোগকারী দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা করা হয়েছে।