Breakingঅপরাধশীর্ষ সংবাদসারাদেশ

মাটিরাঙ্গা ইট ভাটায় ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন অমান্য করে ইট ভাটায় ফসলি জমি পোড়ানোর দায়ে ২টি ইটভাটাকে পৃথকভাবে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার এস আর টি ও এন এ বি দুটি ইট ভাটাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অমান্য করে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানো এবং লাইসেন্স না থাকায় ২ ইট ভাটার মালিককে পৃথকভাবে এ জরিমানা করা হয়েছে । আইন অমান্যদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান ।

Related Articles

Back to top button