চেঙ্গী দর্পন প্রতিবেদক, শালিখা,মাগুরা : তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে তৃতীয় লিঙ্গের কোকিলা খাতুন বক প্রতীকে ২১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রত্না বেগম মাইক প্রতিকে ১২৪৬ ভোট পেয়েছেন। উক্ত সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ছিলো ৭৪১৯ জন।
বিজয়ী হয়ে কোকিলা খাতুন জানান, তাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ওয়ার্ডবাসীর সব জনগণের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও ওয়ার্ডবাসী তাকে ভোট দিয়েছেন। তার স্বামী-সন্তান কেউ নেই সংসারও নেই, এজন্য তার কোন পিছুটানও নেই। তৃতীয় লিঙ্গের মানুষ হয়েও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে ৮৬৬ বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোকিলা খাতুন আরো জানান, তার সুখ-দুঃখ এলাকার জনগনের সাথে ভাগ করে নিতে চান। তিনি ইউনিয়ন পরিষদ থেকে যা পাবেন সেগুলো জনগনের মাঝে ভাগ করে দিবেন। তিনি সারাজীবন জনগনের পাশে থেকে জনগণের বিপদে-আপদে সব সময় শামিল হতে চান। এজন্য সকলের নিকট তিনি দোয়া কামনা করেন।