Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ
মরহুম জয়নাল আবেদীনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলার হেডম্যান টিলায় মরহুম জয়নাল আবেদীনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
১৫ আগষ্ট ২০২৩ মঙ্গলবার বিকালে হেডম্যান টিলা মাদরাসা ময়দানে মরহুম জয়নাল আবেদীনের পরিবারবর্গ এই চিকিৎসা সেবার আয়োজন করে। এই সময় শিশু, মেডিসিন,বাত ব্যাথা,চর্ম যৌন ও এলার্জি রোগে অভিজ্ঞ ডাক্তার মোঃ মহসিন রেজা চৌধুরী চিকিৎসার ব্যবস্থা পত্র লিখে দেন। এবং বিনামুল্যে ঔষধ সেবা দেন।
মরহুম জয়নাল আবেদীনের বড় ছেলে মোঃ ইব্রাহিম জানান, পিতার প্রতি শ্রদ্ধা রেখেই ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন করেছেন। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরবর্তী সময়ে এ ধরনের আরো সেবা মুলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন।