Breakingজাতীয়সারাদেশ

মতলব উত্তরে ২ হাজার কেজি জাটকা আটক

চেঙ্গী দর্পন প্রতিবেদক , মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২ হাজার কেজি জাটকা ইলিশ আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মতলব উত্তর থানা পুলিশ টহলরত অবস্থায় বাংলা বাজার গালিমখা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পিকআপ ভর্তি জাটকা আটক করা হয়।


মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ভ্রাম্যমান অদালত পরিচালনা করে বহন কাজে ব্যবহৃত মিনি পিকআপ ও চালককে ৩ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃত জাটকা স্থানীয় বিভিন্ন এতিমখানায় ও দুুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।


ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, জাটকা ইলিশ রক্ষা করার লক্ষ্যে উপজেলাধীন আমিরাবাদ হইতে ষাটনল পর্যন্ত যাতে কেউ মাছ ধরার নৌকা নিয়ে নদীতে নামতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি।

Related Articles

Back to top button