মংসুইপ্রু চৌধুরী অপু’র উপর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, পানছড়ি , খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
১ মার্চ ২০২২ মঙ্গলবার সকাল এগার’টায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে উপজেলা যুবলীগ ছাত্রলীগ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করে।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে হামলাকারীকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ নেতা জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,নজরুল ইসলাম মোমিন, যুবলীগ সভাপতি মো: আল-আমিন, সাধারণ সম্পাদক মো: নাজির হোসেন, উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো: আহির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন ।