Breakingসারাদেশ

ভৈরবে গাঁজা সহ একজন আটক

ভৈরব, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ১২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

১৪ জুন ২০২৩ ,বুধবার বিকালে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুত্রে জানানো হয় যে,আটককৃত মাদক ব্যবসায়ী চান মিয়া (৫৫) ভৈরব উপজেলার আমলাপাড়া এলাকার মৃত মালু মিয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে ভৈরব কালিকা প্রসাদ বিসিক শিল্প নগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক বিক্রির কালে ১২ কেজি গাঁজা সহ তাকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য ক্রয় করে এনে, কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন যাবত বিক্রর কথা স্বীকার করে।

Related Articles

Back to top button