Breakingরাজনীতিসারাদেশ

বোয়ালমারীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন লিয়াকত সিকদার

চেঙ্গী দর্পন প্রতিবেদক ,বোয়ালমারী , ফরিদপুর  :
জেলার বোয়ালমারীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।

 

 

৬ অক্টোবর ২০২৩, শুক্রবার  বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের বামনগাতি এবং রূপাপাত ইউনিয়নের বন্ডপাশা গ্রামে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

 

এ সময় অন্যান্যের মধ্যে শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল আহম্মেদ, রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজার রহমান, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসরাফিল মোল্লা, রুপাপাত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কোবাদ হোসেন, সাবেক ছাত্রনেতা রাহাদুল আকতার তপন প্রমুখ সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আর্থিক সহায়তা প্রদানকালে লিয়াকত সিকদার বলেন, আমি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করলাম। বর্তমান সরকার মানবিক সরকার। এরপর সরকারি ভাবে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা প্রদান করা হবে।

Related Articles

Back to top button