Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

বেশি দামে আলু বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া  :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাজারে সংকট দেখিয়ে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় দুই ব্যবসায়িকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা। অর্থদণ্ড প্রাপ্ত দুই ব্যবসায়ি হলেন পৌরশহরের সড়কবাজারের কাঁচামাল আড়তদার মান্নান মিয়া ও একই বাজারের খুচরা কাঁচামাল বিক্রেতা বাবুল মিয়া।

 

 

জানা যায়, আলুর বাজারে দামের অস্থিরতার খবর শুনে বিকালের দিকে পৌর শহরের সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় বাজারের কাঁচামাল আড়তদার সততা ট্রেডার্সের মালিক মান্নান মিয়াকে চার হাজার টাকা ও খুচরা কাঁচামাল বিক্রেতা বাবুল মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, বাজারে পন্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button