Breakingঅপরাধসারাদেশ

বুড়িচংয়ে বাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয়ের তুতবাগান এলাকায় বাসের ধাক্কায় সোমবার দুপুরে মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্র জানায়, গতকাল সোমবার জেলার দেবিদ্বার থেকে মোটরসাইকেলযোগে এরশাদ মিয়া তার স্ত্রী কুলসুম (৩৬) ও কন্যা শাহিনুর বেগম (৩) কে সঙ্গে করে কুমিল্লা আসার পথে দুপুর ২.৪০ মিনিটে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের তুতবাগান এলাকায় পৌঁছলে পেছন থেকে কুমিল্লাগামী নিউ জনতা পরিবহনের একটি দ্রুতগামীবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মা-মেয়ের মৃত্যু হয়। চালক এরশাদ মিয়া এসময় অক্ষত অবস্থায় প্রানে বেঁচে যান। নিহতদের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার সাঁইচাপাড়া এলাকায়। দুর্ঘটনার পর চালক বাসটি ফেলে পালিয়ে যায়।

ময়নামতি হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসে। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।

Related Articles

Back to top button