Breakingবিনোদনসারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪ দিন অনশন ; অবশেষে বিয়ে

স্টাফ রিপোর্টার , ঝালকাঠি :
বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছিলেন ফারজানা আক্তার (১৮) নামে এক এইচএস সি পরীক্ষার্থী। অনড় মনোভাব নিয়ে অনশন করে চলেছিলেন। নানা চাপ সত্ত্বেও তিনি দাবি থেকে সরে আসেন নি। নানা নাটকীয়তার মধ্যে অবশেষে মঙ্গলবার (৮ জুলাই ) বিকেলে জন প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্থানীয় দের মধ্যস্থতায় বিয়েটি হয়েছে।

 

 

ঘটনাটি ঘটেছে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে। প্রেমিক ওই এলাকার মানিক মোল্লার ছেলে এবং প্রেমিকা ফারজানার বাড়ি একই উপজেলার সোনাউটা গ্রামে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় এক ইউপি সদস্য।

 

 

দীর্ঘ দুই বছর ধরে বাইজিদ হোসেনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাসে একাধিকবার তাদের শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু এখন বাইজিদ বিয়ে করতে রাজি নন। শনিবার (৫ জুলাই) থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেন ফারজানা।

 

এর আগে অনশনকারী এইচএসসি পরীক্ষার্থী সংবাদকর্মীদের জানিয়েছিলেন, বাইজিদের সঙ্গে তার দুই বছর আগের প্রেম। বিয়ের আশ্বাস দিয়ে তাকে কুয়াকাটা নিয়ে যায়। তাদের শারীরিক সম্পর্ক হয়।

 

সম্প্রতি বাইজিদকে কে বিয়ের জন্য চাপ দিলে বাইজিদ আমার আর ফোন ধরছে না। এ নিয়ে উভয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। গত শনিবার (৫ জুলাই) দুপুর থেকে তিনি বিয়ের দাবিতে বাইজিদের বাড়ির উঠানে অনশন শুরু করেন।

 

এদিকে প্রেমিকার উপস্থিতির টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান রসিক প্রেমিক বাইজিদ। বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন।

 

চারদিন অনশনের পরে মঙ্গলবার প্রেমিক বাইজিদ হোসেন উপস্থিত হলে দুপক্ষের অভিভাবকরা মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এ সময় উভয় পক্ষের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button