Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফার্নিচার জব্দ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রামগড় , খাগড়াছড়ি  :
জেলার রামগড় ৪৩ বিজিবি-র পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার জব্দ করেছে ।

২ জুলাই ২০২৩ রবিবার ভোর রাতে বাগান বাজার বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

 

অপরদিকে, সকালে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেয়াকো বিওপির মুসলিমপুর এলাকায় একই রাতে নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথক আরো একটি অভিযানে একটি ওয়ারড্রপ, আটটি বক্স খাট, ছয়টি কাঠের চেয়ার এবং একটি ডাইনিং টেবিল সহ বিভিন্ন প্রকার ফার্নিচার জব্দ করা হয়। জব্দকৃত বিভিন্ন প্রকার ফার্নিচার হেয়াকো বন বিট অফিসে জমা করা হয়েছে।

 

রামগড় ৪৩ বিজিবি-র  অধিনায়ক লে: কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে ।

Related Articles

Back to top button